You have reached your daily news limit

Please log in to continue


শত চেষ্টা করেও স্ত্রী টয়াকে বাঁচাতে পারলেন না শাওন!

ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা চৌধুরী টয়া। আসন্ন ঈদ উপলক্ষে ‘খুনসুটি প্রেম’ নামে বিশেষ নাটকে অভিনয় করেছেন এই তারকা দম্পতি। আব্দুল্লাহ আল মুক্তাদিরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আনিস রহমান। নাটকটির গল্পে নির্মাতা তুলে ধরছেন এক দম্পতির খুনসুটি প্রেম। এতে সবার জন্য একটি বিশেষ বার্তাও দেওয়ার চেষ্টা করেছেন আনিস রহমান।

নাটকটির গল্পে দেখা যাবে- ইউনিভার্সিটি পড়ুয়া আদনান এবং মেহনাজ থাকেন বেস্ট ফ্রেন্ড। এক সময় ভালো বন্ধু থেকে সম্পর্ক গড়ায় প্রেমে। এরপরই পরিণয়। কিন্তু যতই তারা হাজবেন্ড-ওয়াইফের মতো আচরণ করার চেষ্টা করুক; দিন শেষে খুনসুটি করতে করতে নিজেদের অজান্তেই তারা আবার ফিরে যান ইউনিভার্সিটি লাইফে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন