কেন্দ্রের কাছে টিকার সরবরাহ বাড়ানোর আবেদন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। পর্যাপ্ত টিকা হাতে পেলেই আগামী তিন মাসের মধ্যে দিল্লির সব নাগরিককে সরকার প্রতিষেধক দিয়ে দেবে বলে জানান তিনি।
শনিবার কেন্দ্রের উদ্দেশে কেজরী বলেন, দিল্লির নাগরিকদের টিকা দিতে তিন কোটি ডোজ লাগবে। প্রত্যেক মাসে ৮০-৮৫ লক্ষ ডোজের সরবরাহ সম্ভব হলেই তিন মাসের মধ্যে টিকাকরণের কাজ সম্পূর্ণ হবে। তাঁর কথায়, ‘‘দিল্লিতে ১৮ বছরের ঊর্ধ্বে দেড় কোটি মানুষ বসবাস করেন। সেই হিসাবেই তিন কোটি ডোজ প্রয়োজন। এখনও পর্যন্ত দিল্লি সরকার মাত্র ৪০ লক্ষ ডোজই পেয়েছে। আরও ২.৬ কোটি ডোজ দরকার।’’