মাগুরায় নসিমন চাপায় শিশু নিহত

বার্তা২৪ মহম্মদপুর (মাগুরা) প্রকাশিত: ০৮ মে ২০২১, ১৯:০৩

মাগুরার মহম্মদপুরে ইট বোঝায় নসিমনের ধাক্কায় সামিয়া নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। শনিবার (৮মে) বিকেলে মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের দরিসালধা গ্রামে এ ঘটনা ঘটে।


নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ রতনুজ্জামান জানান, শনিবার (৮মে) বিকেল তিন টার দিকে বড় বোন সানজিদা (৭) ছোটবোন সামিয়াকে (২) নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় চাকুলিয়া এতিম ইটভাটা থেকে ইট বোঝাই শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার নসিমন সামিয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সামিয়া দরিসালধা গ্রামের শিহাব শেখের মেয়ে। এলাকাবাসী নসিমনটি আটক করলেও চালক পালিয়ে যায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও