![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F05%2F08%2Fjanata-bank.jpg%3Fitok%3D26AiYWO4)
খুলনায় অসহায় ২৫০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ
করোনাভাইরাস মহামারিতে কর্মহীন ও অসহায় খুলনার ফুলতলা উপজেলার তিনটি ইউনিয়নের ২৫০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের জনতা ব্যাংক শাখা।
গত বৃহস্পতিবার প্রতিটি পরিবারকে পাঁচ কেজি করে চাল, এক কেজি আটা, এক কেজি চিনি, এক কেজি লবণ, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি পেঁয়াজ, এক কেজি আলু, এক প্যাকেট সেমাই ও একটি করে সাবান দেওয়া হয়। জনতা ব্যাংকের খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের জনতা ব্যাংক শাখার সাধারণ সম্পাদক আশরাফ উল আলম ব্যাকুলসহ সংগঠনের নেতৃবৃন্দ।