জুলুদের নতুন রাজা মিসিজুলু
মৃত রানির ইচ্ছানুযায়ী তার ছেলে মিসিজুলুকেই দক্ষিণ আফ্রিকার জুলু জাতিগোষ্ঠীর পরবর্তী রাজা হিসেবে বেছে নেওয়া হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সিংহাসনের উত্তরাধিকারী নিয়ে রাজপরিবারের ভেতর চলা দ্বন্দ্বের মধ্যে শুক্রবার জুলু জাতির পরবর্তী শাসক হিসেবে প্রয়াত রাজা গুডউইল জোয়েলিথিনির বড় ছেলে, ৪৬ বছর বয়সী মিসিজুলুর নাম ঘোষিত হয়।