![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021March/Sensitive-Rosacea-2105080707.jpg)
ঈদের আগেই ত্বকের জটিল সমস্যার সমাধান দেবে ‘ভাতের মাড়’
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৮ মে ২০২১, ১৩:০৭
আপনার রান্নাঘরেই সৌন্দর্যচর্চার সবচেয়ে ভালো উপাদান মজুত রয়েছে। যা আপনার ত্বকের জটিল সমস্যার সহজ সমাধান হিসেবে জাদুর মতো কাজ করে। আমরা মাছে ভাতে বাঙালি। সবাই আমরা ভাত খেতে পছন্দ করি। দেখা যায়, ভাত রান্না করার পর ভাতের ফ্যান বা মাড় ফেলেই দেয়া হয়। এর আর তখন এত গুরুত্ব থাকে না।
জানেন কি, আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ভাতের ফ্যানের জুড়ি নেই। যেকোনো স্কিন হোয়াইটনিং সিরামের থেকে বেশি ভালো কাজ করে ভাতের ফ্যান।