কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শুধু বাইরে নন তিনি সবখানে

কালের কণ্ঠ সেলিনা হোসেন প্রকাশিত: ০৮ মে ২০২১, ১১:২২

প্রতিবছর রবীন্দ্রনাথের জন্মবার্ষিক-মৃত্যুবার্ষিক উদযাপনের বাইরেও বিভিন্ন জায়গায়, বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন রবীন্দ্রনাথ বিষয়ে সভা-সমিতির আয়োজন করে। এ প্রসঙ্গে বলা যেতে পারে যে আমরা রবীন্দ্র জন্মবার্ষিক, মৃত্যুবার্ষিক বলি না। আমরা বলি পঁচিশে বৈশাখ ও বাইশে শ্রাবণ। তারিখ দুটি আমাদের জীবনের এক গভীর প্রত্যয়। শুধু জন্ম এবং মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ নেই। রবীন্দ্রনাথের ভাষায় জন্মদিন হলো—‘হে নতুন দেখা দিক আরেকবার জন্মের প্রথম শুভক্ষণ।’ আর মৃত্যু? তিনি বলেছিলেন, ‘মরণ রে তুহুঁ মম শ্যাম সমান।’ জীবন ও মৃত্যুকে আমরা এভাবে দেখি। আমাদের সংগ্রামে, আমাদের অস্তিত্বে জীবন এবং মৃত্যু এভাবে মিলেমিশে থাকে। তাই পঁচিশে বৈশাখ এবং বাইশে শ্রাবণ আনন্দ-বেদনার ঊর্ধ্বে এক অলৌকিক আহ্বান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও