![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fimran-1-20210508091237.jpg)
সম্পর্কের ফাটল সারাতে সৌদি আরবে ইমরান খান
পুরোনো মিত্রের সঙ্গে সম্পর্কের ক্ষত সারানোর উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার তিনদিনের সফরে রিয়াদ পৌঁছেছেন তিনি।
সৌদির রাষ্ট্রপরিচালিত গণমাধ্যম এসপিএ জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দেশটিতে গেছেন ইমরান খান। সেখানে দুই নেতা অভিন্ন স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন।