You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশের সৃজনশীল গয়না

প্রাচীনকাল থেকেই মানুষ নিজেকে সজ্জিত করতে বিভিন্ন ধরনের গয়না ব্যবহার করে আসছে। যুগে যুগে গয়নার গঠন, গড়ন, উপাদান ও ব্যবহারে এসেছে নানা পরিবর্তন। গয়না তৈরির জন্য মানুষ এখন কেবল সোনা, রুপা বা দামি পাথরের শরণাপন্নই হয় না; বরং নানা ধাতু, পুঁতি, কাঠ, রঙিন সুতা, মাটি, এমনকি নারকেলের খোল, শামুক–ঝিনুক, ঘাস ইত্যাদি  উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে গয়না তৈরিতে। এমনকি গয়না তৈরির ক্ষেত্রটা আজকাল বেশ নিরীক্ষাধর্মী হয়ে উঠেছে। এ ক্ষেত্রে দারুণ মুনশিয়ানা দেখিয়ে সৃজনশীল গয়না তৈরির প্রক্রিয়া অব্যাহত রেখেছেন আমাদের দেশের জুয়েলারি ডিজাইনাররা। তেমনই দুটি সৃজনসাফল্যের গল্প শেয়ার করা হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন