You have reached your daily news limit

Please log in to continue


তামাক কর বৃদ্ধির জন্য ১২১ চিকিৎসকের বিবৃতি

জনস্বাস্থ্য রক্ষার্থে তামাক কর বৃদ্ধির জন্য সরকারকে অনুরোধ করেছেন দেশের ১২১ জন স্বনামধন্য চিকিৎসক। ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে এক যৌথ বিবৃতিতে এ অনুরোধ করেন চিকিৎসকরা।

 

 

 

বিশ্বজুড়ে প্রতিরোধযোগ্য মৃত্যুর প্রধান আটটি কারণের ছয়টির সাথেই তামাক জড়িত উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয়, গ্লোবাল এডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস)-এর রিপোর্ট মোতাবেক, তামাক ব্যবহারকারীর প্রায় অর্ধেক মারা যান তামাকের কারণে। তামাক ব্যবহারকারীদের তামাকজনিত রোগ যেমন হৃদরোগ, স্ট্রোক, সিওপিডি বা ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকি ৫৭% বেশি এবং তামাকজনিত অন্যান্য ক্যান্সার হওয়ার ঝুঁকি ১০৯% বেশি। এ কারণে বাংলাদেশে প্রতি বছর ১ লক্ষ ৬১ হাজারেরও বেশি মানুষ তামাকজাত দ্রব্য ব্যবহারজনিত রোগে মৃত্যুবরণ করেন। প্রাপ্তবয়স্কের মধ্যে ৩৫% তামাকজাত দ্রব্য ব্যবহার করেন। সংখ্যার হিসেবে যা সাড়ে তিন কোটিরও বেশি। আবার ১৩ থেকে ১৫ বছরের অপ্রাপ্তবয়স্করাও তামাকজাত দ্রব্যের ব্যবহার থেকে পিছিয়ে নেই। শতকরার হিসেবে সেটিও প্রায় ৬.৯%।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন