আগামী ১৫ দিনে সংক্রমণ-শিখরে পৌঁছবে দেশ, অনুমান IIT গবেষকের
ভারতে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে চার লাখের গণ্ডি। কী ভাবছেন? আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ? না, এখনও বাকি ভয়াবহতা। সমস্ত অনুমান ভুল প্রমাণ করে আশঙ্কার বাণী শোনালেন IIT গবেষক। আগামী ১৫ দিনে সংক্রমণ-শিখরে উঠতে চলেছে ভারত। শুক্রবার থেকে আগামী এক সপ্তাহের মধ্যে ভয়াবহ হারে বাড়বে দৈনিক সংক্রমণ। বাড়বে মৃত্যুর পরিসংখ্যানও।
ইতমধ্যেই, গত দু'দিন ধরে চার লাখের গণ্ডি পেরিয়ে গিয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। একদিনে মৃতের সংখ্যাও প্রায় চার লাখ ছুঁইছুঁই। এর মধ্যেই IIT হায়দরাবাদের গবেষক এম বিদ্যাসাগরের অনুমান কপালে চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসকদের। যদিও গবেষকের গাণতিক মডেল অনুযায়ী মে মাসের পর থেকেই দেশের করোনা গ্রাফ নামতে শুরু করবে। তবে, ভিন্ন ভিন্ন রাজ্যে আলাদা আলাদা সময় সংক্রমণ শিখরে পৌঁছবে বলেও জানিয়েছেন তিনি। প্রতিটি রাজ্যে সংক্রমণ বৃদ্ধির পিছনে আলাদা কারণ রয়েছে বলেই মত এম বিদ্যাসাগরের।হাই? জানুন বিস্তারিত...