![](https://media.priyo.com/img/500x/https://www.somoynews.tv/img/upload/medium/nadal-273757-277416.jpg)
ক্রীড়ার অস্কার লরিয়াস পুরস্কার জিতলেন নাদাল
ক্রীড়ার অস্কার খ্যাত লরিয়াস স্পোর্টসের বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার জিতলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। এই আসরে বর্ষসেরা নারী ক্রীড়াবিদ জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। এর আগেও ২০১১ সালে এই পুরস্কার পেয়েছিলেন নাদাল।
স্পেনের সেভিয়ায় বৃহস্পতিবার (৬ মে) ডিজিটাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।