দেশে করোনার নতুন ধরনের সঙ্গে সংক্রমণ বাড়ার সম্পর্ক রয়েছে
বিজ্ঞানী ও গবেষেকরা বলছেন, করোনা ভাইরাসের রুপান্তরের ওপর নজরদারি অব্যাহত রাখা জরুরি। এটা রোগ নিয়ন্ত্রণ ও টিকার ব্যাপারে নীতিগত সিন্ধান্ত গ্রহণে কাজে আসবে। দেশের বিজ্ঞানীদের এই বক্তব্য ব্রিটিশ মেডিকেল জার্নাল (বিএমজে) গ্লোবাল হেলথ সাময়িকীর সম্পাদকীয় নিবন্ধে ছাপা হয়েছে।
নিবন্ধে বাংলাদেশে করোনাভাইরাসের যুক্তরাজ্যের ধরন (বি.১.১.৭) ও দক্ষিণ আফ্রিকার ধরন (বি.১.৩৫১) শনাক্ত বিষয়ে তথ্য ছাপা হয়েছে। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) বিজ্ঞানী ও গবেষকেরা করোনাভাইরাসের জিন বিশ্লেষণ করে দেখেছেন, দক্ষিণ আফ্রিকার ধরনের বিস্তারের সঙ্গে সঙ্গে এ বছর দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার সম্পর্ক ছিল।