![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F05%2F07%2Faf_sputnik_0605.jpg%3Fitok%3D2RbqbHLT)
করোনায় স্পুটনিকের এক ডোজের টিকার অনুমোদন রাশিয়ার
আর দুই ডোজ নয়, এবার রাশিয়ার টিকা স্পুটনিক ভি’র একটি ডোজই কার্যকর হবে করোনা রুখতে—এমনটাই দাবি করেছে রাশিয়া। একটি ডোজ প্রয়োগে দেওয়া হয়েছে অনুমোদনও। তবে স্পুটনিকের দুটি ডোজ এবং একটি ডোজের কার্যকারিতায় কিছুটা পার্থক্য থাকবে বলেও রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।