‘ধর্মীয়ভাবেই তো আমরা স্বাস্থ্যবিধি মানি, করোনা ঢুকলো কিভাবে?’
‘জীবন বাঁচানোর চেয়ে আর বড় কোনো কাজই গুরুত্বপূর্ণ নয় এই মুহূর্তে’- এভাবেই টাইমস অব ইন্ডিয়াকে বলছিলেন ভারতীয় জাতীয় দল এবং সানরাইজার্স হায়দরাবাদের বাঁ-হাতি পেসার খলিল আহমেদ। আইপিএল স্থগিত ঘোষণার পর রাজস্থানের জেলা শহর টঙ্ক-এ যাওয়ার জন্য বিমানবন্দর থেকে একটি ট্যাক্সি রিজার্ভ করছিলেন খলিল। ওই সময়ই টাইমস ইন্ডিয়ার মুখোমুখি হন তিনি।
আইপিএল স্থগিত হওয়ার সময়টার বর্ণনা দিয়ে খলিল আহমেদ বলেন, ‘আমি ওই সময় দিল্লিতে একটি হোটেলে অবস্থান করছিলাম। সানরাইজার্স হায়দরাবাদ টিম ম্যানেজমেন্টের এক সদস্য দরজায় নক করলেন। বললেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রুমের ভেতরে অবস্থান করতে। এর কিছুক্ষণ পর আবারও নক করলেন তিনি। এবার বললেন, দ্রুত ব্যাগ-ব্যাগেজ গুছিয়ে নাও। এখনই বাড়ি ফিরে যেতে হবে।’