You have reached your daily news limit

Please log in to continue


সাটুরিয়ায় ধলেশ্বরী এখন মরা খাল

ধলেশ্বরী নদীতে নাব্য সংকট। এ কারণে মানিকগঞ্জের সাটুরিয়ার নৌপথে পাঁচটি খেয়াঘাট বন্ধ হয়ে গেছে। ফলে ঐ চরে বসবাসকারী কয়েক হাজার মানুষ যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে।

 

 

 

জলবায়ু পরিবর্তনের ফলে ধলেশ্বরী নদী প্রাণশক্তি হারিয়ে এখন মরা খালে রূপ নিয়েছে। এত দ্রুত নদী মরে যাওয়ার কারণ হিসেবে সাটুরিয়া সৈয়দ কালুশাহ বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ আমিনুর রহমান খান মজলিশ বলেন, নদীশাসন বা উদ্ধারের কোনো উদ্যোগ নেই সরকারের। বর্তমানে নদীটি দেখে মনে হয় না যে এক সময় এ নদীতে প্রবল স্রোত ছিল। এলাকাবাসী সংশ্লিষ্টদের নদীটি দখলমুক্ত ও খনন করে উপযোগী করতে অনুরোধ করেছেন। প্রাকৃতিক কারণ, ড্রেজার দিয়ে অপরিকল্পিতভাবে নদীর ওপর বালু উত্তোলন করায় নাব্য হারিয়ে এখন এটি মৃত। জেগে ওঠা চরগুলো নদীর ধারে যাদের জমি ছিল তারাই দখলে নিয়ে হালচাষ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন