কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুই দফায় অধস্তন আদালতে ১ লাখ ৭৩ জনের জামিন

প্রথম আলো সুপ্রিম কোর্ট, ঢাকা প্রকাশিত: ০৫ মে ২০২১, ১৮:১০

দেশে দুই দফায় ‘লকডাউনের’ মধ্যে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ১ লাখ ৯৯ হাজার ২২১টি ফৌজদারি মামলায় জামিন আবেদন ভার্চ্যুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। এসব মামলায় জামিন পেয়েছেন ১ লাখ ৭৩ জন আসামি। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান আজ বুধবার এ তথ্য জানিয়েছেন।


করোনাভাইরাসের বিস্তার রোধে চলাচলে বিধিনিষেধের মধ্যে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে শুধু জামিন এবং অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি ও নিষ্পত্তি হয়। গত বছরের ১১ মে থেকে ৪ আগস্ট পর্যন্ত দেশে এই পরিস্থিতি থাকে। এরপর গত ৫ এপ্রিল আবার দেশে বিধিনিষেধ আরোপ করা হয়। সেই পরিস্থিতিতে ১২ এপ্রিল থেকে দ্বিতীয় দফায় আদালত ও ট্রাইব্যুনালে ভার্চ্যুয়াল শুনানি শুরু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও