![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fhatia-20210505162332.jpg)
সরকারি চাল বিতরণকালে হামলা, মারধর
নোয়াখালীর হাতিয়া উপজেলায় সরকারি চাল বিতরণকালে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলাদেশ কুঠির হাতিয়ার’ সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মঞ্জুকে মারধর করে তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
বুধবার (৫ মে) সকাল পৌনে ১০টার দিকে হাতিয়া ডিগ্রি কলেজের আফাজিয়া ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।