![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F764f8083-5fc6-4fe8-ba11-bbab278e2a09%252Fa195f84c-6e7a-4fb9-9e7b-c0de80e2411b.jpg%3Frect%3D0%252C40%252C558%252C293%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
চীনের টিকা আসছে ১২ মে: পররাষ্ট্রমন্ত্রী
প্রথম আলো
প্রকাশিত: ০৫ মে ২০২১, ১৩:১৩
বাংলাদেশকে দেওয়া চীনের উপহারের পাঁচ লাখ টিকা ১২ মে আসছে। আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন প্রথম আলোকে মুঠোফোনে এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে চীন আমাদের পাঁচ লাখ টিকা উপহার হিসেবে দেওয়ার কথা ঘোষণা করেছে। উপহারের সেই টিকা ১২ মে তারা আমাদের পাঠাবে বলে জানিয়েছে।’