![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-82400359,imgsize-82000/pic.jpg)
‘মৃত্যুর খবর ভুয়ো, সুস্থ আছেন লাকি আলি’: জানালেন নাফিসা আলি
মঙ্গলবার সন্ধে থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি খবর। প্রয়াত প্রখ্যাত সংগীতশিল্পী লাকি আলি (Lucky Ali)। প্রিয় শিল্পীর মৃত্যু সংবাদ শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁর ভক্তরা। সোশ্যাল মিডিয়া ভাসতে থাকে শোকবার্তায়। এই বিষয়ে লাকি আলির খুব নিকট বন্ধু অভিনেত্রী নাফিসা আলির (Nafisa Ali) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আশ্বস্ত করে বলেন এই খবর ভুয়ো। লাকি আলি একদম ভালো আছেন।