জনস্বার্থে রিট করে জরিমানা গুনলেন ইউনূস আলী
জনস্বার্থে রিট করে জরিমানার সম্মুখীন হলেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিটে আদালতে হাজির না থাকায় তাকে দশ হাজার টাকা জরিমানা করেছে হাইকোর্ট। আজ বুধবার (৫ মে) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত বলেন, রিট করে ইউনূস আলী মিডিয়ায় নিউজ দেন। কিন্তু মামলা তালিকায় আসার পর তিনি আর কোর্টে হাজির থাকেন না। জরুরি অবস্থা জারি ব্যতীত লকডাউন দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে এ রিট করেছিলেন তিনি।