বাঁচা-মরার লড়াই বলে কথা। মরিয়া হয়েই মাঠে নেমেছিলেন নেইমার। যে করেই হোক জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে তুলতে চেয়ে ছিলেন প্রিয় দল প্যারিস সেন্ট-জার্মেই'কে (পিএসজি)। কিন্তু ইতিহাদ স্টেডিয়ামের দুর্ভেদ্য রক্ষণের বেড়াজালে আটকে পড়ে কিছুই করতে পারলেন না নেইমার ও তার দল।