নভেরা ও শিল্পের পাখিরা
প্রথম আলো
প্রকাশিত: ০৫ মে ২০২১, ০৭:১১
শিকোয়া নাজনীন ‘নভেরা: শিল্পের রহস্যমানবী’ (প্রথমা প্রকাশন, মার্চ ২০২১) বইয়ে জীবনকথার সমান্তরালে তাঁর শিল্পকর্মের তত্ত্বীয় বিশ্লেষণের মধ্য দিয়ে নভেরাকে ঘিরে ঘনীভূত রহস্য উন্মোচনে প্রয়াসী হয়েছেন। বাংলা ভাষা আন্দোলনের রক্ত মহান স্মৃতির স্মারক ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম ভাস্কর নভেরা আহমেদকে ঘিরে যেন কিংবদন্তি ও কুহকের শেষ নেই। কিন্তু এক জীবনে তাঁর কর্মের বৈচিত্র্য প্রভা এবং অসীমের আকুলতা সে অনুপাতে আলোচিত হয়েছে কম।
- ট্যাগ:
- সাহিত্য
- কিংবদন্তি
- শিল্পী
- নভেরা আহমেদ