ত্রাণের জন্য হাহাকার!
করোনা সংক্রমণ মোকাবিলায় সারা দেশের ন্যায় গাইবান্ধাতেও চলছে কয়েক দফার লকডাউন। আর এর প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবী মানুষেরা। এসব মানুষেরা ভুগছে খাদ্যাভাবে। তারা এখন ত্রাণের সন্ধানে ছুটছেন এদিক-সেদিক। এ যেন এক হাহাকার।
চলমান লকডাউনে গাইবান্ধার শ্রমজীবী পরিবারের মানুষদের মাঝে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন ব্যক্তির উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। এসব ত্রাণসামগ্রী পেতে হুমড়ি খেয়ে পড়েন ত্রাণ প্রত্যাশীরা।