![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021March/wedding-2105041403.jpg)
বর দুইয়ের নামতা না পারায় বিয়ে ভেঙে দিল কনে
বিয়ের আসরে দুইয়ের নামতা না বলতে পারায় রাগ করে বিয়ে না করেই উঠে চলে গেলেন পাত্রী। শুনতে অবাক লাগলেও এমনই এক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মাহোবা এলাকায়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, বরযাত্রী সঙ্গে নিয়ে বিয়ে করতে এসেছিলেন পাত্র। সবই ঠিক চলছিল, কিন্তু মালাবদলের আগে হঠাৎই দুইয়ের নামতা জিজ্ঞাসা করে বসেন পাত্রী। পাত্র সে উত্তর দিতে না পারায় ক্ষেপে গিয়ে বিয়ের আসর ছেড়ে চলে যান পাত্রী। বললেন, অংকের প্রাথমিক জ্ঞান নেই এমন ছেলের সঙ্গে ঘর করতে পারবেন না তিনি।