তিস্তা সেচ এলাকায় দেড় হাজার কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন
নীলফামারী, দিনাজপুর ও রংপুরের তিস্তা সেচ এলাকা জুড়ে সেচের পানি নিশ্চিত করতে প্রায় দেড় হাজার কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার।
মঙ্গলবার ‘তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার পুনর্বাসন ও সম্প্রসারণ’ শীর্ষক এই প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বৈঠক পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি জানান, তিস্তা সেচ প্রকল্প এলাকা থেকে প্রতিবছর এক লাখ টন করে ধান উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।
প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪৫২ কোটি টাকা এবং এ বছরের জুনে শুরু করে তিন বছরের মধ্যে বাস্তবায়ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে পরিকল্পনামন্ত্রী জানান।