 
                    
                    নিরাপদে ক্রিকেটারদের ঘরে পৌঁছে দিবে বিসিসিআই
ভারতের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটির সঙ্গে সব ধরনের ফ্লাইট বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। সঙ্গে অস্ট্রেলিয়ান সরকার সাফ জানিয়ে দিয়েছে, ক্রিকেটারদের দেশে ফিরতে হবে ব্যক্তিগত ব্যবস্থায়। সরকার কোনো দায়িত্ব নেবে না। এতেই শঙ্কায় পড়ে গিয়েছিল অজি ক্রিকেটাররা। আইপিএল শেষে কিভাবে দেশে ফিরবেন তারা।
তখন ক্রিকেটারদের আশ্বস্ত করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছিল, আইপিএল শেষে প্রত্যেক ক্রিকেটারকে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করবে তারা। তারপরই পর্দা নামবে তাদের আইপিএলের আসরে। এ জন্য সরকারের সঙ্গে আলোচনায় বসে উপায় খুঁজে বের করবে সংস্থাটি।
 
                    
                 
                    
                 
                    
                