রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটের পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পরেছে ১৩ কেজি ওজনের এক পাঙ্গাস মাছ। এটি দৌলতদিয়া ঘাটের আড়তে বিক্রি হয়েছে ১৬ হাজার ২৫০ টাকায়।
মঙ্গলবার (৪ মে) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি এক হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ১৬ হাজার ২৫০ টাকায় কিনে নেন।