![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flaw-courts%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fvirtual-20210504121826.jpg)
১৫ দিনে নিম্ন আদালতে ভার্চুয়ালি ২৬৩০৮ জনের জামিন
করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মধ্যে ভার্চুয়ালি আবেদনের শুনানি নিয়ে ১৫ কার্যদিবসে সারাদেশে নিম্ন আদালতে ২৬ হাজার ৩০৮ জন জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। মোট ৪৮ হাজার ৭৯৪টি আবেদন নিষ্পত্তি করে আদালত তাদের জামিন দেন।
মঙ্গলবার (৪ মে) সকালে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।