![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2014/10/23/cmm_court_a-pramanik.jpg/ALTERNATES/w640/CMM_Court_A-Pramanik.jpg)
মাকে ‘হত্যার দায় স্বীকার করে’ ছেলের জবানবন্দি
ঢাকার যাত্রাবাড়ীতে পারিবারিক কলহের জেরে এক নারীকে হত্যার ঘটনায় আদালতে ‘দোষ স্বীকার’ করে জবানবন্দি দিয়েছেন তার ছেলে। মো. সজীব নামের ২৭ বছর বয়সী ওই তরুণকে সোমবার ঢাকার হাকিম আদালতে হাজির করে তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন এ মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই অভিজিৎ পোদ্দার।
মহানগর হাকিম শাহিনুর রহমান তার খাসকামরায় ১৬৪ ধারায় জবানবিন্দ রেকর্ড করার পর সজীবকে কারাগারে পাঠানো হয় বলে পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার জাফর হোসেন জানান।