মধ্যবিত্তের হাঁড়িতে টান
বাংলাদেশে করোনা পরিস্থিতি এখন বিপজ্জনক পর্যায়ে রয়েছে। করোনার এই বিপদ আরও কতদিন চলবে, তা কেউ বলতে পারছেন না। এদিকে গত এক বছরেরও বেশি সময় ধরে স্বাভাবিক জীবনযাত্রা বন্ধ থাকায় সাধারণ মানুষের সংকট ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশে প্রায় আড়াই কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। যারা দিন আনেন দিন খান। তার ওপর রয়েছেন নিম্নআয়ের মানুষেরা। করোনায় শুধু তারাই নন, যারা চাকরিজীবী নিম্নমধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সবাই সংকটে আছেন। অথচ এই সংকট থেকে উত্তরণের তেমন কোনো উদ্যোগ-আয়োজন চোখে পড়ছে না।