আইন কার গতিতে চলে?
গত পহেলা এপ্রিল ২০২১ সমকালে একটি রিপোর্ট প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল, 'আট বছর পর সচল হচ্ছে হেফাজতের ৬০ মামলা'। কার্যত এসব মামলা এতকাল ধরে 'ডিপ ফ্রিজে' ছিল। নানা ইস্যুতে হেফাজতের ব্যাপারে নীতিনির্ধারণী মহলের নমনীয় নীতির কারণে দীর্ঘদিন মামলাগুলোর তদন্ত আলোর মুখ দেখেনি। গত এক মাস ধরে আবারও আলোচনায় হেফাজত। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রীর আসাকে কেন্দ্র করে ২৬ থেকে ২৮ মার্চ ধারাবাহিকভাবে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে হেফাজত।
- ট্যাগ:
- মতামত
- আইনের শাসন
- রাজনৈতিক প্রভাব