কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু

প্রথম আলো সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ০৩ মে ২০২১, ১১:৩৬

সিলেট জেলায় ২৪ ঘণ্টায় (রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় কোভিডে মৃতের সংখ্যা দাঁড়াল ২৮৩। একই সময়ে নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৫৫ জনের। এ নিয়ে জেলায় করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১৩ হাজার ৩৫৩। সিলেট জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।


জেলার ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্ত জানান, সিলেটে গত মাসে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। তবে চলতি মাসের প্রথম দুদিন সিলেটে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। কিন্তু গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। তাঁরা সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও