![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdunot-20210503121725.jpg)
সঞ্চয়ের টাকা পাচ্ছেন না ভিজিডি সুবিধাভোগীরা
বগুড়ার ধুনটে ভিজিডি কার্ডধারী দুস্থ, অসহায় নারীরা ব্যাংকে জমাকৃত সঞ্চয়ের টাকা ফেরত পাচ্ছেন না। ফলে আর্থিক সংকটে পড়ে এসব পরিবারের সদস্যরা মানবেতর জীবন যাপন করছেন।
জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরে এ উপজেলার ১০ ইউনিয়নে ভিজিডি কার্ডধারী দুই হাজার ৪৮৬ জন দুস্থ, অসহায় নারী ছিল। দুই বছরের জন্য ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা তাদের সুবিধাভোগী নির্বাচিত করেন। সরকারি বিধি মোতাবেক এসব ভিজিডি কার্ডধারীরা নিজ নিজ নামে ব্যাংক এশিয়া ধুনট শাখায় সঞ্চয়ী হিসাব খোলেন। প্রতি মাসে ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডি কার্ডের ৩০ কেজি করে চাল উত্তোলনের সময় তারা ২০০ টাকা করে ওই ব্যাংকের সঞ্চয় হিসাব নম্বরে জমা করেন।