ভোজ্যতেল উৎপাদন ও বিতরণকারী কোম্পানিগুলো যখন বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটার ১৩৯ টাকা নির্ধারণ করেছিল, তখনই বাজারে এর চার-পাঁচ টাকা বেশি দামে বিক্রি হতো। গত ১০ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেই এ দাম নির্ধারণ করা হয়েছিল। ১৯ এপ্রিল কোম্পানিগুলোর সমিতি বাণিজ্য মন্ত্রণালয়ের সংস্থা বাংলাদেশ ট্রেড অ্যান্ড কমিশনকে চিঠি দিয়ে আবার জানায়, এতে তাদের পোষাচ্ছে না।
ভোজ্যতেলের দাম লিটারে পাঁচ টাকা বাড়াতে হবে। ভোজ্যতেল উৎপাদক ও বিতরণকারী সমিতির সর্বশেষ ঘোষণার পর ঢাকার বিভিন্ন বাজার ঘুরে প্রথম আলোর প্রতিবেদক দেখতে পান, আগে থেকেই দোকানিরা দাম বাড়িয়ে রেখেছেন। আগের নির্ধারিত দামে কেউ বিক্রি করছেন না।