কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শহরে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা, দোসর ঝোড়ো হাওয়া

এইসময় (ভারত) আলিপুর আবহাওয়া সেন্টার, কলকাতা প্রকাশিত: ০৩ মে ২০২১, ১০:৪২

মেঘের চাদরে ঢেকে গিয়েছে তিলোত্তমার আকাশ। ঠাণ্ডা হাওয়ার আমেজে কিছুটা হলেও কমেছে অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে। সারাদিনই আংশিক মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও নামতে পারে আর কয়েক ঘণ্টার মধ্যে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৬ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য, রবিবারও বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে মহানগরীর বেশ কিছু অংশ। শহরতলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। এদিকে ওই দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। দুই ক্ষেত্রেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি করে বেশি ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও