কানাডায় সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ
কানাডায় সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছেন হাজার হাজার মানুষ। শনিবার মন্ট্রিলের অলিম্পিক স্টেডিয়ামে হাজার হাজার লোক এই বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে মাস্ক, কারফিউ ও হেলথ পাসপোর্টের বিরুদ্ধে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তবে সমাবেশের শুরুতেই কিছু বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
সমাবেশে বিক্ষোভকারীদের ‘নো মোর কারফিউ, নো মোর লকডাউন, উই ওয়ান ফ্রিডম’ স্লোগান দিতে দেখা যায়। সমাবেশ উৎসবমুখর থাকলেও সেখানে প্রচুর সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমাবেশে ঠিক কত মানুষ অংশ নিয়েছেন সে সম্পর্কে পুলিশ কিছু না বললেও দেশটির স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এ সংখ্যা প্রায় ৩০ হাজার।