![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F800x449x1%2Fuploads%2Fmedia%2F2020%2F10%2F29%2F12a1327bce035b40846eacc84e020fe3-5f9aac9881bf7.jpeg%3Fjadewits_media_id%3D696275)
করোনাকালের ভরসা টেলিমেডিসিন সেবা
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৩ মে ২০২১, ০৯:২২
দেশে এখন করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধগতি। বিভিন্ন রোগের চিকিৎসা, রোগ নির্ণয় ইত্যাদির জন্য হাসপাতাল, ক্লিনিক, ডাক্তারের চেম্বারে যাওয়া মোটেও নিরাপদ নয়। বাইরের পরিবেশ এখন খুবই ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় কোনও রোগীর প্রাথমিক চিকিৎসা, রোগ নির্ণয় বা করোনা ভাইরাসের বিষয় এখন ঘরে বসেই জানা যাচ্ছে টেলিমেডিসিন সেবার মাধ্যমে।