মুক্ত সংবাদমাধ্যমের চাই পূর্ণ গণতন্ত্র
সংবাদমাধ্যমের স্বাধীনতা আসলে মালিকের স্বাধীনতা এবং সাংবাদিকেরা রুটি-রুজির প্রয়োজনে আত্মমর্যাদা জলাঞ্জলি দিয়ে সাংবাদিকতা পেশার সততা ও আস্থা হারিয়েছেন—এমন সমালোচনায় গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম উত্তপ্ত।
শালীনতার বিচারে আসলে একে উত্তপ্ত বললেও কম বলা হয়। তিনটি দৈনিক পত্রিকা, দুটি টেলিভিশন চ্যানেল, একটি এফএম রেডিও এবং একটি অনলাইন সংবাদের পোর্টালের স্বত্বাধিকারী বসুন্ধরা গোষ্ঠী। এই শিল্প গোষ্ঠীর ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে একজন তরুণীর সঙ্গে সম্পর্ক ও তাঁর আত্মহত্যায় প্ররোচনার মামলার খবর তাঁদের কোনো সংবাদমাধ্যমই প্রকাশ করেনি। ফলে ওই সব প্রতিষ্ঠানে কর্মরত সম্পাদক ও সাংবাদিকদের পেশাদারত্ব ও নীতিবোধের প্রশ্ন সমালোচিত হচ্ছে।