WB Election Result: মৃত্যুমিছিলের অভিজ্ঞতা ভুলে বিধিভঙ্গের বিজয় উৎসব
‘মানুষের জয়’-এর দিনে মানুষেরই বিধি মানার বোধ থাকবে না কেন? কেন কর্মী-সমর্থকদের নিয়ন্ত্রণ করতে পারবেন না কোনও পক্ষই? অতিমারিতে কাবু শহরে বিশাল জমায়েত দেখেও কেন দর্শকের ভূমিকায় থাকবে নির্বাচন কমিশন বা পুলিশ?
তৃণমূলের বাংলা দখলে রাখার হ্যাটট্রিকের মধ্যে এই প্রশ্নগুলোই বিঁধল রবিবার। অভিযোগ, ফল ঘোষণার আগে থেকেই শুরু হওয়া জয়োল্লাসে মানা হল না করোনা-বিধি। শয্যার হাহাকার রোজের অভিজ্ঞতা হয়ে দাঁড়ালেও সব দূরত্ব-বিধি ভুললেন নেতা-দাদারা। মনে রইল না মাস্ক পরার কথাও। চলল আবির ও রং খেলা। তারস্বরে বক্স বাজিয়ে নাচ দেখে বোঝার উপায় রইল না যে, অতিমারি পরিস্থিতি চলছে। সচেতন নাগরিক থেকে চিকিৎসকেরা প্রশ্ন তুললেন, “জয়ের উৎসবে মৃত্যুমিছিল ভুলে থাকা যাবে তো? কবে আমরা বিধি পালনের বোধ দেখাব?”
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৫ মাস আগে
প্রথম আলো
| ভারত
১ বছর, ৫ মাস আগে