স্বাধীনতার ৫০ বছর: প্রথম ম্যাচ সেরা আতহার
টিপ্পনী কেটে রমিজ রাজা বললেন, “টিপিক্যাল বাংলাদেশি কমেন্ট।” আতহার আলী খানের পাল্টা জবাব, “অ্যান্ড রশিদ ডিড হোয়াট ইজ টিপিক্যাল পাকিস্তানি স্টাইল”। মুলতানের প্রেসবক্সে এভাবেই সেদিন জমেছিল বাংলাদেশ বনাম পাকিস্তানের ‘যুদ্ধ’! এবং সে যুদ্ধে জয়ী বাংলাদেশের প্রতিনিধি আতহার।
ধারাভাষ্যের ক্যারিয়ারে এমন আরও কত-শত ঘটনা আছে তার! ক্রিকেটের মাঠেও আছে দারুণ সব প্রাপ্তি। আব্দুল কাদিরকে ছক্কা মারার দুঃসাহস দেখিয়েছেন। পেয়েছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনারের বিস্ময়মাখা প্রশংসা। দেশের ক্রিকেট ইতিহাসে আন্তর্জাতিক ম্যাচে প্রথম ম্যাচ সেরার মুকূটও উঠেছিল আতহারের মাথায়।