![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/bangla-media/2017/05/18/water.jpg/ALTERNATES/w640/water.jpg)
নওগাঁয় পুকুরে ডুবে শিশুর মৃত্যুর খবর
নওগাঁয় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রোববার দুপুরে মহাদেবপুর উপজেলার উত্তরগ্রামের চককামাল পাড়ার এক পুকুরে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। নিহত তামিম হাসান (৭) ওই গ্রামের খায়রুল ইসলামের ছেলে। স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমেদ ও নিহত তামিমের স্বজনরা জানান, তামিম রোববার দুপুরে বাড়িতে খেয়ে খেলার জন্য বের হয়। এরপর বিকেল ৪টার দিকে বাড়ির অদূরে এক পুকুরে তামিমের মরদেহ ভাসতে থাকে।