![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/05/02/tamim-020521-01.jpg/ALTERNATES/w640/tamim-020521-01.jpg)
তামিম-সাইফ-শান্তর বিদায়ে বিপাকে বাংলাদেশ
আত্মবিশ্বাসী শুরুর পর দারুণ ডেলিভারির শিকার তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। থিতু হয়েও সাইফ হাসানের বিদায় উইকেট বিলিয়ে। কঠিন চ্যালেঞ্জে নেমে প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে চার দিনেই ম্যাচ হারার শঙ্কায় বাংলাদেশ।