![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdsfsa-20210502145121.jpg)
ধর্ষণচেষ্টা মামলার বাদীর রাস্তা বন্ধ করে দিল আসামিরা
নেত্রকোনার মদনে মামলা করায় ক্ষুব্ধ হয়ে আসামিরা রাস্তায় বেড়া দিয়ে বাদীর পরিবারকে অবরুদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে এমন ঘটনা ঘটেছে। বর্তমানে ওই পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মদন উপজেলার আব্দুল মান্নানের স্ত্রী শিবলী আক্তারকে (২৮) প্রতিবেশী আবু ছিদ্দিক মিয়ার ছেলে রতন মিয়া (৪৫) ২০২১ সালের ২ ফেব্রুয়ারি রাতে তার নিজ ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনার এলাকায় বিচার না পেয়ে ওই গৃহবধূ বাদী হয়ে চলছি বছরের ৪ মার্চ নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে রতন মিয়াসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন।