You have reached your daily news limit

Please log in to continue


'হ্যাঁ চুমু খেয়েছি, তো!' Radhe বিতর্কে এবার মুখ খুললেন সলমান খান

 'রাধে' ছবির প্রথম টিজার লঞ্চের পর থেকেই স্পটলাইটে সলমান খান। 'সিটি মার' গানটিও মুখে মুখে ফিরছে। অবশেষে ট্রেলার মুক্তি পাওয়ার পর ভাইজানের ক্যারিশমা যেন আরও কার্যকরী হয়ে উঠেছিল। অ্যাকশন, জমজমাট গান কিংবা সুপারহিট ডায়ালগ তো নজর কেড়েছিলই। পাশাপাশি ব্যাপক চর্চা শুরু হয়েছিল দিশা এবং সলমানের রিল লাইফ রোমান্স নিয়ে। আসলে সম্প্রতি নায়ক-নায়িকার চুম্বনরত দৃশ্য প্রকাশ্যে আসে। যেখানে আলো আঁধারির মধ্যে দিশার ঠোঁটে ঠোঁট রাখতে দেখা গিয়েছিল সলমানকে। যা দেখে অনেকেই নিশ্চিত ছিলেন যে ওই দৃশ্যের শুটিংয়ের জন্য কোনও 'ট্রিক' ব্যবহার করা সম্ভব না।

অনেকেই প্রশ্ন তুলে বলেছিলেন, তাহলে কি সলমান নিজের ব্রহ্মচর্য ভাঙলেন? ভাইজান ভক্তরাও মেনে নিয়েছিলেন, এবারে নিজের 'নো কিস' নীতি ভেঙেছেন সল্লুভাই। তবে নিশ্চিত হতে পারছিলেন না কেউই। আর সেই কারণেই নেটপাড়ায় ঘুরপাক খাচ্ছিল ওই প্রশ্নটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন