ভারতসহ সাত দেশে নিজ দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। এসব দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইসরায়েলি নাগরিকদের কয়েকটি দেশে ভ্রমণের অনুমতি দেয়া হবে না। দেশগুলো হলো ইউক্রেন, ব্রাজিল, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, মেক্সিকো এবং তুরস্ক।