You have reached your daily news limit

Please log in to continue


ভারতে টিকার জন্য ‘আগ্রাসী চাপ’, আদর পুনাওয়ালা তাই লন্ডনে

‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তায় সব সময় থাকছে ৪/৫ জন কমান্ডো, তবুও এখন ভারতে ফিরতে চাইছেন না আদর পুনাওয়ালা। করোনাভাইরাসের টিকা পেতে প্রভাবশালীদের ‘আগ্রাসী চাপ’ই এর প্রধান কারণ; বলছেন সেরাম ইন্সটিটিউট অব ইনডিয়ার (এসআইআই)  প্রধান নির্বাহী কর্মকর্তা।

মহামারীর দ্বিতীয় ঢেউয়ে কোভিড-১৯ টিকা পেতে কাড়াকাড়ির মধ্যে এখন আদর পুনাওয়ালাকে নিয়ে আলোচনা ভারতের সীমা ছাড়িয়েছে। বিশ্বের ৬০ দেশে টিকা সরবরাহ করার চুক্তি রয়েছে তার কোম্পানি সেরামের, যারা কি না বিশ্বের সবচেয়ে বেশি টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান। কিন্তু তাও ঠিকভাবে দিতে পারছে না তারা। এরই মধ্যে ভারতে মহামারী পরিস্থিতি বিপর্যয়কর পর্যায়ে পৌঁছালে দেশটিতে টিকা পেতে আদর পুনাওয়ালার ওপর চাপ বাড়তে থাকে। এক পর্যায়ে তিনি পাড়ি জমান লন্ডনে।

২৩ এপ্রিল ভারতীয় নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির আগেই আদর পুনাওয়ালা ব্রিটেনে পৌঁছান বলে দ্য টাইমসের খবরে উল্লেখ করা হয়।ব্রিটিশ এই দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারেই ৪০ বছর বয়সী এই ব্যবসায়ী টিকা পেতে মরিয়া ক্ষমতাশালীদের চাপের কথা তুলে ধরেন, যা ভারতের গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।তার ভাষায়, সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রভাবশালীরা। লন্ডনে থেকেও তিনি ফোন কল পাচ্ছেন। ‘আগ্রাসী’ চাপের কারণেই মূলত তিনি লন্ডনে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এখন স্ত্রী ও সন্তানদের সঙ্গে সেখানেই রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন