ভয়াবহ করোনা, চিকিৎসক ও একটি নাচের ভিডিও
২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে করোনা রোগী প্রথম শনাক্ত হয়। তারপর কেটে গেছে ১৪ মাসের কাছাকাছি সময়। সারা বিশ্বের সঙ্গে আমরাও এক ভয়াবহ দুঃসময়ের ভেতর দিয়ে চলেছি। বৈশ্বিক মহামারির যন্ত্রণাবিদ্ধ দিন কবে শেষ হবে সেটা এখনও অজানা। সব সম্ভাবনা এবং সীমাবদ্ধতা নিয়ে আমাদের চিকিৎসক সমাজ করোনা প্রতিরোধের যুদ্ধে সামনের কাতারে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত কমবেশি ১৬০ জন চিকিৎসক এই যুদ্ধে প্রাণ দিয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় তিন হাজারের মতো চিকিৎসক।