![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021March/mathbaria-child-murder-2105011531.jpg)
চার বছরের শিশু হত্যায় সৎ মা-বাবাসহ গ্রেফতার ৩
মা-বাবার বিচ্ছেদের পর নানির কাছেই বড় হয় শিশু হানজালা। গত ১৪ এপ্রিল তাকে বেড়াতে নিয়ে যান সৎ মা শাহানা বেগম। পরে শিশুটিকে অমানসিক নির্যাতন করা হয়। আহত অবস্থায় হানজালাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
কিন্তু বাবা ও সৎ মা শিশুটিকে বরিশাল না নিয়ে গোপনে স্থানীয় মা ও শিশু ক্লিনিকে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় ১৫ এপ্রিল সকালে হানজালাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সৎ মা
- শিশু হত্যা