শ্রমিকের কাজ ও সামাজিক নিরাপত্তার সংগ্রাম
আজ মহান মে দিবস। প্রতিবছর ১ মে সারা দুনিয়ার শ্রমিক শ্রেণি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দিবসটি পালন করে থাকেন। পৃথিবীর প্রতিটি বড় শহরে হাজার হাজার লাখ লাখ শ্রমিক লাল পতাকা হাতে রাজপথে মিছিলে শামিল হন। এবারও তাই হওয়ার কথা ছিল। তবে বিশ্বব্যাপী অল্প কিছু ব্যতিক্রম ছাড়া চলছে করোনা মহামারি। এ মুহূর্তে ভারতের কোথাও কোথাও তা খুবই ভয়াবহ। যদিও মনে হচ্ছে, চীন-ভিয়েতনাম-কেরালায় তা এখন খুবই কম বা প্রায় নেই। কিন্তু আবার বাংলাদেশসহ অনেক দেশই এখনও অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। যে কোনো সময় করোনা ছোবল মারতে পারে বিপুল বেগে।